শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার কথা নির্লজ্জতা ও হাস্যকর: বিএনপি

দেশে বিরোধী দলগুলোর নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও সমালোচনা করেছে বিএনপি।
আজ সোমবার (১ ফেব্রুয়ারী) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত অটো প্রধানমন্ত্রীর মুখে এ বক্তব্য নির্লজ্জতা ও হাস্যকর। এ ধরনের মিথ্যাচার ও রসিকতা তার রাজনীতির সংস্কৃতির অংশ।
গতকাল রোববার (৩১ জানুয়ারি) বঙ্গবন্ধুর নামে একটি ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা জানান, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে মানুষের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই প্রয়োজন। এতে কোন সন্দেহ নেই।
রিজভী জানান, তিনি (শেখ হাসিনা) বেমালুম ভুলে গেছেন যে, তিনি জনগণের ভোটে নয় আইনশৃঙ্খলার বাহিনীর মাধ্যমে রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যা করেন বলেন তার উল্টোটা। তার কথার সাথে কাজের কোনো মিল নেই।
বিএনপির এ নেতা আরও জানান, শেখ হাসিনা প্রায়ই বলেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি জনগণের শান্তি চাই।’ কিছুদিন আগেও একটি বিদেশি সংবাদমাধ্যমকে বলেছেন ‘আর চাই না প্রধানমন্ত্রীত্ব!’ একথা বলে আবার তার মোসাহেব মন্ত্রীদের দিয়ে বলান, ‘শেখ হাসিনা যতদিন জীবিত ও কর্মক্ষম থাকবেন ততদিন সরাতে পারবে না প্রধানমন্ত্রী পদ থেকে কেউ।’ শক্তিশালী বিরোধী দল লাগবে উনার এখন বলছেন।
‘প্রধানমন্ত্রীর বক্তব্য রেজিমের চামুন্ডারাই কেবল মহিমা কীর্তণ করে থাকে, যা মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। মোসাহেব পরিবেষ্টিত রাজসভায় সুচিন্তা, সম্ভবত ভাঁড় ও মননশীলতা হারিয়ে গিয়ে বিকৃত রুচির পরিধি বৃদ্ধি পায়।’
গণতন্ত্রকে হরণ করা আওয়ামী লীগের ধর্ম মন্তব্য করে রিজভী বলেন, সেই পুরনো একদলীয় বাকশালই জেঁকে বসেছে বর্তমানে। গণতন্ত্রের লাশের ওপর পুরো রাষ্ট্র ও সমাজটাকে ভয় ও ত্রাসের অধীনে নিয়ে যাওয়া হয়েছে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিরোধী দল নির্মূলের কাজ করে আসছেন। যে দেশে গুম ও ক্রসফায়ার আর লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবি মামলা জাতীয় জীবনের অংশ হয়, সে দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার কথা যে বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি ছাড়া আর কিছুই নয়।’
রিজভী বলেন, সংসদে আওয়ামী লীগের বানানো একটি কথিত বিরোধী দল আছে। তাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, দেশে-বিদেশে নিজেদের পরিচয় দিতে পারেন না তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে লজ্জা লাগে। কারণ, সবাই জানতে চায়, সরকারি দল না বিরোধী দল তারা। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন, ‘কোনটি আমরা সরকারি দল, না বিরোধী দল?’