রিটার্ন জমা দিতে হবে গুগল-ফেসবুককে

বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম আছে- এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে আগামী অর্থবছর থেকে জমা দিতে হবে আয়কর রিটার্ন। এতে ফেসবুক, গুগলসহ সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর প্রদান নিশ্চিত হবে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এই ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই- এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকে এতে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, গুগল-ফেসবুক বাংলাদেশে তাদের সার্ভিসের জন্য ১৫ শতাংশ ভ্যাট প্রদান করে আসছে। আগামী অর্থবছর থেকে তাদের আয়ের ওপর কর প্রদান করতে হবে।
এবিসিবি/এমআই