Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চীনের জন্য শিক্ষা

ইউক্রেনে হামলা করায় রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। মস্কোকে যদি বেইজিং কোনো ধরনের অস্ত্র-সহযোগিতা করে, তবে তার ফলাফল কী হতে পারে, এ নিষেধাজ্ঞা থেকে চীন নিশ্চয়ই ভালো শিক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বৃহস্পতিবার এ কথা বলেছেন।

শেরম্যান বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে সমন্বিত পশ্চিমা প্রতিক্রিয়া থেকে বেইজিংয়ের উচিত সঠিক শিক্ষা নেওয়া। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান দ্বীপ জোর করে দখলের পদক্ষেপ নিলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা আশা করি চীন বুঝতে পেরেছে, এ ধরনের কোনো পদক্ষেপ নিলে তা শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও প্রতিক্রিয়া দেখানো হবে।’

ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় নিন্দা জানায়নি চীন। এর পরিবর্তে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। তবে গত সপ্তাহে চীনের জ্যেষ্ঠ এক কূটনীতিক বলেন, বেইজিং ইচ্ছাকৃতভাবে নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটাচ্ছে না।

এবিসিবি/এমআই

Translate »