রাজধানীর হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রডিউসারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারীর (৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৮ জুন) সকালে উদ্ধার করা হয় মরদেহ। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান। তিনি জানান, মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক পুলিশের বরাত দিয়ে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক পথচারীর ফোন পেয়ে সকাল ৭টার দিকে উদ্ধার করা হয়েছে মরদেহ। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো হয়নি মামলা। এখনো কাউকে আটকও করা হয়নি।
এবিসিবি/এমআই