Type to search

Lead Story আন্তর্জাতিক

যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া

রাশিয়া ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে। আমেরিকান নাগরিকদের উচিত ইউক্রেন দ্রুত ত্যাগ করা। শনিবার (১২ ফেব্রুয়ারি) আমেরিকার পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু হতে পারে। এতে আমেরিকানদের প্রস্থান কঠিন হবে ও বেসামরিক নাগরিকরা বিপদে পড়বে।’

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাদের শঙ্কা যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বারবার দাবি করেছে ইউক্রেনে তাদের হামলার কোনো পরিকল্পনা নেই।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, রাশিয়ান বাহিনী এখন একটি বড় সামরিক অভিযান চালানোর মতো অবস্থানে।

এদিকে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া এই শঙ্কায় নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ সাতটি দেশ।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, লাটভিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। তথ্যসূত্র: বিবিসি, স্কাই নিউজ।

এবিসিবি/এমআই

Translate »