যুক্তরাষ্ট্রের হিমার্স দিয়ে দোনেৎস্কে কিয়েভের হামলায় ৪০ ইউক্রেনীয় নিহত

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এ হামলায় ৪০ ইউক্রেনীয় বন্দি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৭৫ জন। যদিও ইউক্রেনের সেনাবাহিনী এ হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়ার সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দৈনন্দিন ব্রিফিংয়ে বলে, ‘যুক্তরাষ্ট্রে নির্মিত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ওলেনিভকা এলাকায় বিচারের অপেক্ষায় থাকা বন্দিদের যেখানে রাখা হয়েছে এমন একটি কেন্দ্রে আঘাত হানে। সেখানে ছিলেন ইউক্রেনের সামরিক বন্দিরা, তারমধ্যে আজভ ব্যাটালিয়ানের সদস্যরাও ছিলেন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, এ হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৫ জন। কারাগারের আট কর্মীও আহত হয়েছেন।
তবে ইউক্রেনের সেনাবাহিনী এ হামলার দায় অস্বীকার করেছে। উল্টো তারা এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী দোনেৎস্ক ওব্লাস্টের ওলেনিভকাতে থাকা সংশোধনমূলক প্রতিষ্ঠানে গোলাবর্ষণ করেছে। যেখানে ইউক্রেনের বন্দিরাও ছিলেন।
ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, হামলার যে অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে আনা হয়েছে তা মিথ্যা। এ হামলা চালিয়েছে রাশিয়া।
এবিসিবি/এমআই