Type to search

Lead Story আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ৩

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন। বন্দুকধারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) একটি ভবনের ভেতরে এ হামলা হয় বলে দেশটির পুলিশ জানিয়েছে।

রকফোর্ডের পুলিশ টুইটে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী আটক হয়ে কারাগারে। এ বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ ডন কার্টার ল্যানসের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকতে মানুষের আহ্বান জানিয়েছে। কারণ এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অফিসাররা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন।

ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশপ্রধান ড্যান ও’ শিয়া জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে বন্দুকধারী সেখানেই রয়েছে। সেখানে কোনো গুলি করেনি পুলিশ। বন্দুকধারীর গুলিতে ৩জন মারা গেছেন। ৩জন আহত হয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় আমাদের ৩জন লোক গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Translate »