মিয়ানমারের সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
মিয়ানমারের অভ্যুত্থানের সাথে জড়িত সামরিক নেতাদের ওপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞা আরোপে একটি নির্বাহী আদেশ অনুমোদন করেছেন।
এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সাথে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা পড়তে যাচ্ছে এই নির্বাহী আদেশ। এছাড়া আমেরিকা থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হতে যাচ্ছে।
একইসাথে জো বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রফতানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমারের সরকারের উপকারে আসে এমন মার্কিন ‘সম্পদ’ স্থগিত করবে।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি আবার মিয়ানমার সেনাদের আহ্বান করছি তারা যেন শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা- কর্মীদের মুক্তি দেয়।
তিনি আরও বলেছে, অবশ্যই দখলকৃত ক্ষমতা ত্যাগ করতে হবে সামরিক বাহিনীকে এবং বার্মার মানুষের গত ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানাতে হবে।