Type to search

Lead Story আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নতুন করে করোনায় আড়াই হাজার শনাক্ত, মৃত্যু ৮

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত-এবিসিবি নিউজ-abcb news

মালয়েশিয়ায় গত সোমবার (২৫ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৪৭৮ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এ নিয়ে শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৩৩ হাজার ৫৫১ জন। এ সময় আরও আট জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

নতুন সংক্রমিতদের মধ্যে সাতজন বাইরে থেকে আসা এবং অন্যরা স্থানীয়ভাবে সংক্রমিত। করোনায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫০৭ জন। নতুন করে করোনামুক্ত হয়েছে নয় হাজার ২১৫ জন।

মোট করোনামুক্ত হয়েছে ৪৩ লক্ষ ৩০ হাজার ৩৭ জন। বর্তমানে ৬৮ হাজার সাত জন আক্রান্ত রয়েছেন। এদের মধ্যে ৯৮ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৬৩ জনকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্য নিতে হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »