Type to search

Lead Story রাজনীতি

মারা গেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। ১৪ আগস্ট, সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) মারা যান তিনি।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৩ আগস্ট, রোববার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সাঈদী। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়। তাতে তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। পরবর্তী সময়ে ওই রায় রিভিউ আবেদন করলেও আগের সাজা বহাল রাখা হয়। সেই সাজার অংশ হিসেবেই দীর্ঘদিন ধরে সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »