মাদক মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে সিআইডির চার্জশিট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। চার্জশিটে পরীমণি ছাড়াও ২জনকে আসামি করা হয়েছে। তারা হলেন-পরীর ম্যানেজার আশরাফুল ইসলাম দীপু ও সহকারী ম্যানেজার কবির চৌধুরী।
সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
চার্জশিট প্রদানের বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, মামলায় উল্লেখ করা অভিযোগের সত্যতা পেয়েই সিআইডি চার্জশিট প্রদান করেছে। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অবৈধভাবে মাদক রাখার প্রমান মিলেছে।
গত ৪ আগস্ট বিকালে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে র্যাব অবৈধ মাদকসহ পরীমণি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম দীপুকে আটক করে। ওই ঘটনায় র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ২৪(খ)/ ৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় বনানী থানায় মামলা করেন। পরবর্তীতে র্যাব ওই মামলায় পলাতক আসামি সহকারী ম্যানেজার কবির চৌধুরীকে আটক করে।
মামলায় অভিযোগ করা হয়, পরীমণি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন। পরীমণির বাসা থেকে জব্দ করা হয়েছে ৮ বোতল প্লাটিনাম লেভেল, ৩টি ব্ল্যাক লেভেল, দুইটি চিভাস রিগাল, ২টি ফক্স গ্রোভ, একটি ব্লু লেভেল, দুইটি গ্ল্যানলিভেট ও এক বোতল গ্ল্যানফিডিচ। আরও জব্দ হয়েছে ৪ গ্রাম আইস ও একটি স্লট এলএসডি। এ ছাড়া জব্দ তালিকায় একটি বং পাইপের কথাও বলা হয়েছে।
এই মামলায় পরীমণিকে ৩ দফায় মোট সাত দিন রিমান্ডে নেয় সিআইডি। গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরী মণির জামিন মঞ্জুর করলে পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ পরী। পরবর্তীতে গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে তার হ্যারিয়ার গাড়ি, ২টি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, মেমরি কার্ড একটি, টেলিটক মডেম একটি, মাই স্টাইক একটি, পেনড্রাইভ একটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিসাকার্ড একটি, ব্র্যাক ব্যাংকের গোল্ডকার্ড একটি, ব্র্যাক ব্যাংকের ভিসাকার্ড একটি ও দুটি পাসপোর্ট মোট ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।
এবিসিবি/এমআই