Type to search

Lead Story রাজনীতি

ভোট ডাকাতি করে পৌরসভা দখল করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ভোট ডাকাতি করে ক্ষমতাসীনরা পৌরসভা দখল করেছে। গতকাল রবিবার (১৭ জানুয়ারি) বিকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির ঢাকা বিভাগীয় সমন্বয়ক কমিটির এক সভায় তিনি এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, গত শনিবার পৌরসভা নির্বাচন হয়ে গেলো। দেখেছেন নির্বাচনে কি হয়েছে আপনারা। এমনকি গুলি, খুন পর্যন্ত হয়েছে। সিরাজগঞ্জে একজন কাউন্সিল তিনি প্রায় ৮৫ ভাগ ভোট পেয়ে জিতেছেন তাকে খুন করা হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, ‘যে ইভিএমে ভোট করছে এই ইভিএমের মধ্যে সম্পূর্ণ জালিয়াতি, কারসাজি-কারচুপি তারা রাখছে। অর্থাৎ সমগ্র রাষ্ট্রযন্ত্রকেই আজকে নষ্ট করে ফেলেছে তারা।

বাংলাদেশে গভীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘এই সংকট শুধু রাজনৈতিক পরিস্থিতি নয়, অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। ’

মির্জা ফখরুল মনে করেন, ‘স্বাধীন দেশ হিসেবে আমাদের যে ন্যায্য অধিকারগুলো সেগুলো আমরা পাচ্ছি না। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশের সাথে এই সরকার একটা নতজানু নীতি গ্রহণ করে তাদের কাছে সমস্ত সুবিধাগুলো দিয়ে দিচ্ছে। অথচ আমরা আমাদের যে সমস্যাগুলো আছে পাচ্ছি না তার সমাধান করতে।’

Translate »