ভারতের হাসপাতাল থেকে ৩ হাজার কোভিড-১৯ রোগী নিখোঁজ

ভারতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৩ হাজার রোগী পালিয়ে গিয়েছে। এখনও তাদের খোঁজ মেলেনি। পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের খুঁজতে অভিযানে নেমেছে। দেশটির কর্ণাটক রাজ্যে এমন কান্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা। খবর হিন্দুস্তান টাইমস।
সংবাদে বলা হয়, করোনার এই ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়েছে ৩০০০ করোনা শনাক্ত রোগী। মোবাইলও বন্ধ তাদের। ফলে কোনওভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ৩ হাজার করোনা রোগী যেখানেই যাবে সেখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে। এমনকি অবিলম্বে ধরতে না পারলে এই রাজ্যও মহারাষ্ট্র হয়ে উঠবে বলে আশঙ্কা স্বাস্থ্য-কর্মকর্তাদের। তাই পুলিশ হন্যে হয়ে খোঁজা শুরু করেছে তাদের।
প্রসঙ্গত, ভারত এখন কোভিড-১৯ মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার কর্ণাটকে একদিনে করোনা শনাক্ত হন ৩৯,০৪৭ জন। ২৯৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র বেঙ্গালুরু শহর এলাকাতেই শনাক্ত হন ২২,৫৯৬ জন। এই পরিস্থিতিতে ৩ হাজার করোনা রোগীর নিখোঁজ হয়ে যাওয়াতে ঘুম ছুটেছে পুলিশের। কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের। এমনকী হাসপাতালের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, করোনাভাইরাস রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। আগের বছরও এমন ঘটনা ঘটেছিল। কিন্তু ওইসব রোগী মোবাইল বন্ধ করে রাখায় সমস্যা হচ্ছে তাদের। কর্ণাটকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত সপ্তাহেই ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার।