বিশ্ব ব্যবস্থায় ‘চোখ রাঙানি’ বন্ধে চীন ও রাশিয়া ‘বদ্ধপরিকর’
মস্কো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, রাশিয়া ও চীন একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না। মস্কোতে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং জানান, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি ‘অত্যন্ত শক্তিশালী’ সম্পর্ক তৈরি হচ্ছে।
ওয়াং জানান, রাশিয়া ও চীন এমন একটি বহুমেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনও একটি দেশের আধিপত্য থাকবে না। দুই দেশের মধ্যে বুধবার (২২ ফেব্রুয়ারি) নতুন আরও কিছু চুক্তি ও বোঝাপড়া হবে। তবে সেসব চুক্তির বিষয়ে ভেঙ্গে কিছু জানানো হয়নি।
পরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের একটি বৈঠক হয়েছে, তবে সে বৈঠকের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মস্কোতে চীনের মন্ত্রী রুশ নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই পাত্রুশেভের মধ্যে এক বৈঠকেও একই ধরণের কথাবার্তা হয়েছে। বেইজিং থেকে বিবিসির স্টিভেন ম্যাকডোনেল জানিয়েছেন, ওয়াং পাত্রুশেভের বৈঠকের ওপর প্রকাশিত চীনের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশই বিশ্ব ব্যবস্থায় কোনও একটি দেশের ‘চোখ রাঙানির’ বিরোধিতা করে।
রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রচারিত খবরে দেখানো হয়েছে, মঙ্গলবার বৈঠকে ওয়াং ও পাত্রুশেভ পরস্পরকে ‘কমরেড’ বলে সম্বোধন করেন। ওয়াং জানান, দুই দেশের সম্পর্ক ‘পাথরের মত শক্ত’ যা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম।
পক্ষান্তরে, রুশ প্রতিরক্ষা প্রধান জানান, মস্কোর বৈদেশিক নীতিতে এখন চীন একটি প্রধান ‘অগ্রাধিকার’ এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে এই দুই দেশকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত সপ্তাহে মার্কিন এক মিডিয়ায় সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে। এমন কিছু করলে চীনকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশয়ারি দিয়েছে।
এবিসিবি/ এমআই