বিপর্যয় অনিবার্য, হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য: হতাশ কর্মীদের জো বাইডেন
নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে আমেরিকানদের ‘উত্তেজনা প্রশমনের’ আহ্বান জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কমলা হ্যারিসের পরাজয়ে হতাশ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিপর্যয় অনিবার্য। হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য।’ তিনি নির্বাচন ব্যবস্থাকে ‘ন্যায্য’ এবং ‘স্বচ্ছ’ বলেও অভিহিত করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে নির্বাচন পরবর্তী ভাষণে উদ্বিগ্ন ডেমোক্র্যাট সহকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করেছেন বাইডেন। সেই সঙ্গে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেন।
বাইডেন বলেন, আমি আশা করি, আপনারা যাকেই ভোট দেন না কেন, আমরা একে অপরকে প্রতিপক্ষ হিসেবে না দেখে সহকর্মী আমেরিকান হিসেবে ‘উত্তেজনা’ কমিয়ে আনতে পারব। আমি আশা করি আমরা আমেরিকান নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা সম্পর্কে প্রশ্নটির অবসান ঘটাতে পারি। এটা সৎ, এটা ন্যায্য এবং এটা স্বচ্ছ। আর তাতে ভরসা করা যায়, হার-জিত যাই হোক না কেন।
বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, যে সৌজন্য ট্রাম্প ২০২০ সালে বাইডেনকে দেখাননি।
কিছু ডেমোক্র্যাট কমলা হ্যারিসের পরাজয়ের জন্য ৮১ বছর বয়সী বাইডেনকে দায়ী করেছেন। তারা বলছেন, পুনর্নির্বাচন চাওয়া উচিত হয়নি।
ট্রাম্পের সঙ্গে একটি বিপর্যয়কর টিভি বিতর্কের পর বাইডেনের ‘মানসিক সুস্থতা’ সম্পর্কে কথা উঠলে তিনি পুনর্নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি বলছেন, ‘আমরা লড়াইয়ে পরাজিত হয়েছি। আপনার স্বপ্নের আমেরিকা আপনাকে আবার জেগে ওঠার আহ্বান জানাচ্ছে।’
-ইত্তেফাক