বিএনপির তিন নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধির বৈঠক

বিএনপির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির তিন নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকের কথা শুনেছি। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের বিষয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, ‘এটা একটা সৌজন্য মধ্যাহ্নভোজ ছিল। আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। আমরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছি। এরপরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’-সমকাল
এবিসিবি/এমআই