Type to search

Lead Story আন্তর্জাতিক

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে যা বললেন প্রধানমন্ত্রী মোদি

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা স্মরণ করে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান।

টুইটে মোদি লেখেন, ৫০তম বিজয় দিবসে আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসাথে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতি জি’র (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির জাতীয় সমর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন  নরেন্দ্র মোদি। যুদ্ধে নিহত সেনাদের স্মরণে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

নরেন্দ মোদি পরে দর্শনার্থী বইয়ে লেখেন, সমগ্র জাতির পক্ষ থেকে আমি ১৯৭১ সালের যোদ্ধাদের অভিবাদন জানাই। অসম সাহসী যোদ্ধাদের অনন্য কাহিনীর জন্য দেশের নাগরিকরা গর্বিত।

এবিসিবি/এমআই

Translate »