বাংলাদেশিদের পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্সে দেবে মালদ্বীপ
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের বৈধ লাইসেন্স আছে, মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয় তাদের জন্য ড্রাইভিং পরীক্ষা ছাড়াই মালদ্বীপে একটি স্থায়ী ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার অনুমতি দিয়েছে। এই সুযোগ আগে ছিলো না বাংলাদেশের নাগরিকদের। চলতি মাসে ২৬তম দেশ হিসেবে মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের তালিকায় স্থান পায় বাংলাদেশ।
বাংলাদেশের নাম যুক্ত হওয়ার পেছনে বর্তমান দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের অগ্রণী ভূমিকা আছে বলে সাধারণ প্রবাসীরা মনে করেন। মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের আগের আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে যেকোনো একটি স্কুলে ভর্তি হয়ে টেস্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হতো, প্রবাসী বাংলাদেশিদের জন্য যা অনেক ব্যয়বহুল ছিলো।
দেশটীর পরিবহন মন্ত্রণালয় আইন অনুসারে, লাইসেন্সের আবেদন করার সময় দেশটির নাগরিকদের ন্যাশনাল আইডি কার্ড এর কপি ও একটি পাসপোর্টের কপি জমা দিতে হবে। বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্টের কপি, বৈধ ভিসার কপি এবং আবেদনকারীর নিজ দেশের বৈধ লাইসেন্সের কপি জমা দিতে হবে। অবশ্যই মেয়াদ থাকতে হবে জমা দেওয়া লাইসেন্স কপিসহ অন্যান্য কাগজপত্রের। এই লাইসেন্সের বৈধতা অনলাইনের যাচাই বাছাই করা হবে। যদি বিদেশিদের লাইসেন্স অনলাইনে যাচাই করা না যায়, তাহলে নিজ দেশের দূতাবাস থেকে একটি যাচাইকরণ নথি সংগ্রহ করতে হবে।
এবিসিবি/ এমআই