Type to search

Lead Story সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৬ জেলের মৃত্যু, আহত ৬

জেলা প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের ইঞ্জিন রুমে রহস্যজনক বিস্ফোরণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার অগ্নিদগ্ধ হওয়া ১২ জেলের মধ্যে বুধবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহত জেলেদের বাড়ি উপজেলার চরগাজী ও চররমিজ ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অন্য ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক। ডাক্তাররা জানিয়েছেন, পুড়ে গেছে তাদের শরীরের ৪০ থেকে ৫০ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি ওশিন নামের ওই ট্রলারের ইঞ্জিন রুমে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। মারা যাওয়া ৬ জেলে হলেন, উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার সিরাজুল হকের ছেলে মো. মেহেরাজ (২৬), একই এলাকার নুরউদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৮), চরলক্ষী গ্রামের আবদুজ্জাহেরের ছেলে মো. মিলন হোসেন (৩০), একই গ্রামের দেলোয়ারের ছেলে মো. মিরাজ উদ্দিন(২৫), চররমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামের মন্তাজল হকের চেলে আবুল কাশেম মিস্ত্রী (৫৫) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মো. রিপন মাঝি (৩৮)। মো. মিরাজ উদ্দিন বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চরলক্ষী এলাকার মো. আলাউদ্দিন, মো. সাহাবউদ্দিন, আবু জাহেরসহ ছয়জন ওই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

ট্রলারের মাঝি উপজেলার চরগাজী এলাকার মো. মনির হোসেন বলেন, ঘটনার সময় ট্রলারের কেবিনের ওপরে ছিলেন তিনি। এ সময় ইঞ্জিন রুমে বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ইঞ্জিন রুমে ও কেবিনের ভিতরে থাকা বার জেলে দগ্ধ হলে মাছধরার অপর একটি ট্রলারে করে দ্রুত নিয়ে যান হাসপাতালে। তবে, ঠিক কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, অগ্নিদগ্ধ বেশিরভাগ জেলের বাড়িই তার এলাকায়। আর্থিক সঙ্কটের কারণে ওইসব জেলেদের পরিবার চিকিৎসার খরচ চালাতে কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের চিকিৎসায় যার যার সামর্থ্য অনুসারে সহযোগিতা করার আহ্বানও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, কি কারণে জেলেদের ট্রলারে বিস্ফোরণ হয়েছে তার খোঁজখবর নেয়া হবে। অন্যদিকে খবর পেয়ে আহত ও নিহত জেলেদের তালিকা ডিসি অফিসে পাঠানো হয়েছে। দ্রুত তাদেরকে সহায়তা করা হবে।

Translate »