বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আটক ৪

জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিষাক্ত মদপানে নতুন করে আরও ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এর মধ্যে মঙ্গলবার ২ ফেব্রুয়ারী সন্ধ্যা পর্যন্ত মারা গেছেন ৪জন। আর ১ জন গত সোমবার রাতে মারা গেছেন, যার মৃত্যুর খবর গতকাল মঙ্গলবার জানিয়েছে পুলিশ। শেষ মারা যাওয়া এই ৫ জনের মধ্যে ২জন হাসপাতালে এবং বাকি ৩জন বাড়িতে মারা গেছেন। এ নিয়ে মদপানে ১৫ জনে মৃতের সংখ্যা দাঁড়াল। এর মধ্যে চারজন হাসপাতালে এবং বাকি ১১ জন বাড়িতে মৃত্যু হয়েছে
এদিকে মদ খেয়ে মারা যাওয়ার ঘটনায় পুলিশ রাতে ৪ জনকে আটক করেছে। আজ বুধবার ৩ ফেব্রুয়ারী সকালে বগুড়া সদর থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাবে আজ বুধবার বেলা ১১টায়।
নতুন করে যে ৫ জনের মৃত্যু হয়েছে তারা হলেন শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার রামনাথ রবিদাস (৬০), শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মন্ডলপাড়ার সিএনজিচালিত অটোরিকশার মেকার মেহেদী হাসান (২৮), পুরান বগুড়া জিলাদারপাড়ার কুলি শ্রমিক রমজান আলী (৬৫), রহিমাবাদ উত্তরপাড়ার ইলেকট্রিক মিস্ত্রি আবদুর রাজ্জাক (৪০) এবং কাটাবাড়িয়া এলাকার জমি মাপজোখকারী সার্ভেয়ার আহাদ আলী (৩৮)।