Type to search

Lead Story অর্থ ও বাণিজ্য

প্রতারণার মামলায় ধামাকা শপিংয়ের সিওওসহ ৩জন আটক

প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

এক গ্রাহকের করা মামলায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয় বলে বুধবার সকালে র‌্যাবের এক বার্তায় জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন শামীম খান নামের একজন।

মামলায় তিনি অভিযোগ করেন, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে- এমন প্রতিশ্রুতিতে ১১ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন তিনি। এরপর তাকে টাকা ফেরতের চেক দেওয়া হলেও কোনো টাকা ছিল না অ্যাকাউন্টে। পরে ধামাকার অফিসে গিয়ে তিনি সেটি বন্ধ দেখতে পান।

এর আগে আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে মামলা হয়। এরপর সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে আটক করা হয়।

এবিসিবি/এমআই

Translate »