Type to search

Lead Story সারাদেশ

পৌর মেয়র হলেন আলোচিত আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ১ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন।
এরআগে, শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ‘ইভিএম’ পদ্ধতিতে ভোটগ্রহন শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত জেলার বসুরহাট পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ১১৫ জন। এদের মধ্যে নারী ভোটার ১০ হাজার ৪৯৪ এবং পুরুষ ভোটার ১০ হাজার ৬২১ জন।

উল্লেখ্য, বসুরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশারফ হোসেনসহ ৩ জন, ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাত জন সহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
Translate »