Type to search

Lead Story আন্তর্জাতিক

পাঁচ ‘গ্যারান্টি’ মোদির, ফুঁৎকারে উড়িয়ে দিলেন মমতা

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে এক দিনেই চার নির্বাচনী জনসভা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব জনসভায় পাঁচটি ‘গ্যারান্টি’ দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতা। এর মধ্যে তিনটিই ছিল ধর্মীয় বিষয়ে। সংশোধিত নাগরিক আইনও (সিএএ) ছিল তাঁর প্রতিশ্রুতির প্রধান কেন্দ্রে। তবে এসব গ্যারান্টি ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি তাঁর ভাষণে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসকেও ঠাট্টা-মশকারা করেন। দলটির নেতা ৫৩ বছর বয়সী রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘শাহাজাদার যা বয়স, তা থেকে আর কিছু বেশি আসনে জিততে পারে কংগ্রেস।’

লোকসভা নির্বাচনের প্রচারে আজ রোববার পশ্চিমবঙ্গে চার জনসভার মধ্যে প্রথম দুটি হয় ব্যারাকপুর ও হুগলিতে। অন্যদিকে ব্যারাকপুর, আমডাঙ্গায় পাল্টা জনসভা করেন মমতা।

ব্যারাকপুরের জনসভায় মোদি অভিযোগ করেন, ‘কংগ্রেস, তৃণমূল ও ইন্ডিয়া জোট তোষণ নীতি আর ভোটব্যাংকের রাজনীতি ছাড়া কিছু চেনে না। এই দলগুলো হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখে দিয়েছে। তোষণ নীতির কারণে দলিত, আদিবাসী, অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের কোটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই কোটা মুসলমানদের দেওয়ার দাবি তুলছে।

এ সময় পাঁচ গ্যারান্টি দিয়ে মোদি বলেন, ‘যতদিন মোদি আছে, ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না, এসসি-ওবিসিদের সংরক্ষণ কেউ ছিনিয়ে নিতে পারবে না, রাম নবমী পালন করতে কেউ বাধা দিতে পারবে না, রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কেউ পাল্টাতে পারবে না। সিএএ হবেই।’

এদিকে জনসভায় মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী নাকি গ্যারান্টি দিয়েছেন। মতুয়াদের সিএএ করতেই হবে। আমি বলছি, গায়ের জোরে হবে না। আপনার গ্যারান্টি আমি ফুঁৎকার দিয়ে উড়িয়ে দিলাম।’

মমতার দাবি, মোদি এবার বিদায় নিচ্ছেন। নিজের প্রচারের ঘণ্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারেরই মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যে তিন দফায় ভোট হয়েছে, তাতে প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তৃতীয়তায় ধপাস।

এদিকে, সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট হবে।

এবিসিবি/এমআই

Translate »