Type to search

Lead Story আন্তর্জাতিক

পশ্চিমাদের হুঁশিয়ারি ‘পাত্তা’ দিলো না রাশিয়া

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর হুমকি বা চূড়ান্ত সময়সীমা কোনো কাজে আসবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই মন্তব্য করেছেন।

রুশ এই মন্ত্রী বলেন, রাশিয়াকে আল্টিমেটাম ও হুমকি দিয়ে কোনো কাজ হবে না।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মস্কো সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক বৈঠকে এসব সতর্কবাণী উচ্চারণ করেন ল্যাভরভ।  তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর আচরণকে ‘কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত’।

লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরও বলেন, বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের নিজের ইচ্ছা অনুযায়ী সামরিক মহড়া চালানোর অধিকার রয়েছে।

তিনি বেলারুশে চলমান মহড়াকে ‘আত্মরক্ষামূলক’ অভিহিত করে বলেন, মহড়া শেষে রাশিয়ার সেনারা তাদের ঘাঁটিগুলোতে ফিরে আসবে।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমাদের শঙ্কা রাশিয়া যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে। এর জবাবে পূর্ব ইউরোপে ন্যাটো ও পশ্চিমাদেশগুলো সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনে হামলা চালাতে রাশিয়াকে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

এবিসিবি/এমআই

Translate »