Type to search

Lead Story রাজনীতি

নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ, তাদের বিরুদ্ধে মামলা করা উচিত: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ এবং তাদের বিরুদ্ধে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাদের বিচার হওয়া উচিত, কারণ তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবো কি না এটা পরে সিদ্ধান্ত নেব। কারণ এই দেশে মামলা করে কোন লাভ হয় না। বিচার বিভাগও এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না।’

সার্চ কমিটিকে তারা মানেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটিতে আমরা আমাদের কাউকে দিব না। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষতা আশা করার কোন মানে নেই। সার্চ কমিটির প্রধান করা হয়েছে যিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন। তারা তাদের লোকদের নাম দিয়ে সার্চ কমিটি গঠন করছে।’

Captureসঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি আরও বলেন, ‘এই সরকারের অধীনে আগামী কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর দলকে নতুনভাবে সাজানো হচ্ছে, অঙ্গ সংগঠন ও মূলদল এর কমিটি নতুনভাবে গঠন করা হবে খুব দ্রুত। জাতীয় ঐক্য গঠনে আমরা কাজ করে যাচ্ছি। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনআনুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করতেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।- ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »