নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে উড়ে গেল দেয়াল, শিশুসহ দগ্ধ ১১

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় একটি ৩তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণে ২টি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে মো. আল আমিনের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২টি পরিবারের ১১ জন আহত হন। যাদের মধ্যে ছয়জন নারায়ণগঞ্জ দেড়শ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নেন। বাকি পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- হাবিবুর রহমান (৫০), লিমন (২০), সাথী (২০), মীম (২০), মাহিরা (৩ মাস), সামিউল (২০), আলেয়া (৫০), সোনাহার (৪০), শান্তি (৩২), মনোয়ারা (২২)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে সাথী, লিমন, মীম , মাহিরা (৩ মাস) ও আলেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ঘরে গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে যে কোনোভাবে আগুনের স্পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। বিস্ফোরণে তয় তলার ফ্ল্যাটের ২টি কক্ষের পুরো দেয়াল উড়ে গেছে। এছাড়া রান্নাঘর ও বাথরুমের ২টি দেয়াল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ৬জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।