Type to search

Lead Story রাজনীতি

নতুন কৌশলে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে সরকার

মির্জা ফখরুল-এবিসিবি নিউজ-abcb news

সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে বিদেশিদের কাছে ‘নতুন কৌশলে’ ধরনা দিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার নিজেদের অপকর্ম থেকে রেহাই পেতে, আড়াল করতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। আওয়ামী লীগ এটা করেই টিকে আছে। তারা বিদেশিদের কাছে গিয়ে বাঁচতে চায়। কিন্তু বিশ্ববাসীর কাছে তাদের অপকর্ম ধরা পড়েছে। এজন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকার এখন নতুন কৌশলে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।’

বৃহৎস্পতিবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল পূর্বানীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট: কোনো প্রতিকার নেই, দূষণ বেড়েই চলেছে, দেশের মানুষ বেঁচে আছে অসহায় অবস্থায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। সরকারের একমাত্র লক্ষ্য দুর্নীতি, কিভাবে টাকা বানানো যায়। সেজন্য করোনা টেস্টের নাম করে টাকা বানিয়েছে তারা। তাদের একজন ব্যক্তিকে লাভবান করার জন্য ভারত থেকে তিন-চার গুণ বেশি দামে ভ্যাকসিন আনা হয়।’

শুধুমাত্র সরকারের লোকদের লাভবান করতে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হবে, লক্ষ লক্ষ টাকা আয় করে বিদেশে পাঠানো যাবে, সেই টাকা দিয়ে বেগমপাড়ায় (কানাডা) বাড়ি তৈরি করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ বাঁচাতে হলে জনদরদী, জনগণের সরকার দরকার। সেজন্য সবার আগে দূষণমুক্ত একটা নির্বাচন দরকার। দূষণমুক্ত নির্বাচন করতে হলে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশ ভালো নেই, গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। বিচার বিভাগ আজকে দলীয়করণ, এদেশে সুশাসন নেই, নিরাপদ পানি পাওয়া যায় না। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, ভেজাল নিয়ন্ত্রণ করতে পারে না। এর কারণ হচ্ছে এই সরকার জনগণের ভোটের সরকার নয়, গণতান্ত্রিক সরকার নয়।’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক বক্তব্য রাখেন। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »