Type to search

Lead Story আন্তর্জাতিক

দ. আফ্রিকায় সহিংসতায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩৭

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকে দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে। আগের দিন ঘোষিত ২৭৬ জন থেকে মৃতের সংখ্যা ১ লাফে বেড়ে ৩৩৭ জনে দাঁড়ালো।

এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি জানান, দক্ষিণ আফ্রিকান পুলিশ গাউতেং প্রদেশে সহিংসতা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা সংশোধন করে ৭৯ জনের এবং কওয়াজুলু-নাতালে ২৫৮ জনের কথা জানিয়েছে। সহিংসতা চলাকালে মারাত্মকভাবে আহতদের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে যায়।

জুমাকে আটকের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে আটক করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা।

Translate »