Type to search

Lead Story জাতীয়

দেশে শনাক্তের নতুন রেকর্ড ৭৬২৬, মৃত্যু ৬৩

দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। দেশে গত ২৪ ঘণ্টায় একদিনে ৩য় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশের ইতিহাসে আক্রান্তেরও রেকর্ড হয়েছে। গত একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে সাত হাজার ৬২৬ জন।

আজ বুধবার ( ৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো নয় হাজার ৪৪৭ জনে। আর মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

এর আগে গতকাল ৬ এপ্রিল ৬৬ জন মারা গেছেন, যা একদিনে মৃতের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড। এ সময় শনাক্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন। গত কয়েকদিন ধরে প্রতিদিনই ৫০ জনের ওপরে মৃত্যুবরণ করছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, এ সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৬৬৮ জনের। ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় পজিটিভ শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার তের দশমিক ৫০ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩জনের দেহে করোনাভাইরাস আক্রান্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Translate »