দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জন
সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ১৭ মে থেকে শুক্রবার (২৪ জুন) পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় পাঁচজন, নেত্রকোণা জেলায় আট জন, জামালপুর জেলায় ছয়জন এবং শেরপুর জেলায় প্রাণহানি হয়েছে তিন জনের।
রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় চার জনের মৃত্যু হয়েছে। তবে রংপুর জেলায় কারো মৃত্যু হয়নি। কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে দেখা যায়, বন্যায় সারা দেশে পানিবাহিত বিভিন্ন রোগে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা চার হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।
এবিসিবি/এমআই