Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। আগের দিন এই রোগে মারা গিয়েছিল পাঁচ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৭৫ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। গত শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ। তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২১ জন। আগের দিন ছয় হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৪৮ জন।
দেশে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭৫ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩১৬ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।
এবিসিবি/এমআই
Translate »