Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ৩১ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ১৩ হাজার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ২৮ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৫০১ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশে নতুন করে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ২১৩ জন।

এর আগে রবিবার (৩০ জানুয়ারি) করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়। একই সময়ে ৪৩ হাজার ছয় জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৮৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।

এবিসিবি/এমআই

Translate »