Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৭

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৮৭ জনের করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লক্ষ ৫ হাজার ৯৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৯৫ জন।

২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৭২ শতাংশ। একদিনে ৬৯৩ জনসহ মোট ১৯ লক্ষ ৪৪ হাজার ১১৪ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা আক্রান্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এবিসিবি/এমআই

Translate »