Type to search

Lead Story রাজনীতি

দেশে এক অসহনীয় দুর্দিন বিরাজ করছে বললেন মির্জা ফখরুল

দেশে এক অসহনীয় দুর্দিন বিরাজ করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ২৪ মার্চকে কালো দিবস আখ্যা দিয়ে এ বিবৃতি দেন তিনি।

১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করেন। সে সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তার।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এ দিনে সামরিক ফরমান জারি করে জিয়াউর রহমানের পুণরুজ্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। কেড়ে নেয়া হয়েছিল বাক, ব্যক্তি, বিবেক, মুদ্রণ, সমাবেশের স্বাধীনতাসহ মানুষের সব নাগরিক স্বাধীনতা।

তিনি বলেন, দেশে এখন মানুষের বাক, ব্যক্তি, মতপ্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপহরণ করা হয়েছে। আর গণতন্ত্রকে দেশ থেকে চিরতরে বিদায় করে দেয়ার লক্ষ্যেই আটক রাখা হয়েছে খালেদা জিয়াকে। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার আওয়াজ তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এবিসিবি/এমআই

Translate »