দেশে একদিনে রেকর্ড ৫১৮১ জনের কোভিড-১৯ আক্রান্ত, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) কোভিড-১৯ শনাক্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এটিই গত ৭ মাসে করোনাভাইরাস সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের। এর আগে গত বছরের ২৮ আগস্ট কোভিড-১৯এ ৪৭ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ১৮১ জন। এটিই দেশে করোনাভাইরাস এক দিনে সর্বোচ্চ আক্রান্ত। এর আগে গত বছরের ২ জুলাই করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।