Type to search

Lead Story অপরাধ

জালিয়াতির অভিযোগে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ আটক

২০ কোটি টাকা আত্মসাৎ ও জাল দলিলে জমি লিখে নেওয়ার অভিযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে আটক করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে আটক করে।

পিবিআই জানায়, খিলক্ষেত থানার একটি মামলায় মো. আব্দুল্লাহকে আটক করা হয়। আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূইয়ার করা মামলায় তিনি আটক হন। মামলায় তিনি ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে আনা হয় জাল-জালিয়াতি করে জমি দখল, প্রতারণা ও হুমকির অভিযোগ।

এজাহারে বলা হয়, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করতে রাজধানীর দক্ষিণখান মৌজায় আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট থেকে ৫ বিঘা জায়গা কেনেন। ওই জমির ৫০ কোটি টাকা মূল্যের মধ্যে বিভিন্ন সময়ে ৩০ কোটি টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দিয়েই শুরু করেন ভবন নির্মাণ। তার কাছ থেকে টাকা চাইলে বিভিন্ন সময়ে তা পরিশোধের আশ্বাস দেন তিনি। কিন্তু সম্প্রতি টাকা চাইতে গেলে দাবি করেন জায়গাটি ৯ কোটি ৩৩ লাখ টাকায় তিনি কিনে নিয়েছেন তিনি। এ সংক্রান্ত জাল স্টাম্পের দলিলও দেখানো হয়। যা জালিয়াতি ও প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে।

পিবিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন, ওই মামলায় প্রধান আসামি ইউসুফ মো. আব্দুল্লাহ। এছাড়া মো. রিয়াজুল ও সেলিম মুন্সী নামে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬ থেকে সাত জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত চলছে। আটক হওয়া প্রধান আসামি নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান ছাড়াও প্রাসাদ নির্মাণ লিমিটেডের চেয়ারম্যান।

এবিসিবি/এমআই

Translate »