Type to search

Lead Story বাংলাদেশ রাজনীতি

ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে গেলেন কাদের

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এই ঘটনা ঘটে।

এ সময় মঞ্চে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, সংগঠনের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতারাও ছিলেন।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পরপরই বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় যোগ দিতে রাজধানী ঢাকার সব থানা এবং ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

Translate »