Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খুলনায় বিএনপির সমাবেশ শুরু

জেলা প্রতিনিধিঃ কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ।

আজ শনিবার (২২ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ শুরু হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে, আজ দুপুর ২টায় সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। এদিন ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত নেতাকর্মীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। নেতাকর্মীদের ভিড় সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে।
গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।

বাসের পাশাপাশি খুলনায় লঞ্চ, ট্রলার, এমনকি ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বাঁধা উপেক্ষা করেও বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »