Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: বিপর্যস্ত খুলনা বিভাগ, মৃত্যু ২৮

জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগে কোভিড-১৯ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে পজিটিভ শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে শনাক্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন।

রবিবার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৫ জন, যশোরে ৪জন, বাগেরহাটে ৫ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন এবং মেহেরপুরে দুইজন মারা গেছেন।

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। শনাক্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় ৩৬ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা জেলা ও মহানগরীতে ৬৫৪টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৯৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। যা মোট নমুনা পরীক্ষার ৪৫ শতাংশ।

Translate »