Type to search

Lead Story কমিউনিটি

কিওক্সিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি পিনু রহমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২য় কিওক্সিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সৌখিন ফটোগ্রাফার পিনু রহমান। আন্তর্জাতিক এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে অংশ নিয়ে একটিতে উইনার ও একটিতে রানার-আপ হয়েছেন তিনি।

একই প্রতিযোগিতায় এক ক্যাটাগরিতে বাংলাদেশের সুলতান আহমেদ নিলয় উইনার এবং আরেক ক্যাটাগরিতে রাকিবুল আলম খান রানার-আপ হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার প্রতিযোগীর পাঠানো ৩৯ হাজার ছবির মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে তারা এই সাফল্য অর্জন করেছেন।

মঙ্গলবার (৭ জুন) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টা) দুবাইয়ের ইতিহাদ মিউজিয়ামে শুরু হয় কিওক্সিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের দ্বিতীয় এই আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতার ১২টি ক্যাটাগরির মধ্যে লাইফস্টাইল ক্যাটাগরিতে উইনার হন পিনু রহমান। এছাড়া ট্রাভেল ক্যাটাগরিতেও তিনি রানার-আপ পুরস্কার জিতে নেন। অন্যদিকে সুলতান আহমেদ নিলয় উইনার হয়েছেন ড্রোন ক্যাটাগরিতে। আর পিপল ক্যাটাগরিতে রানার-আপ হয়েছেন রাকিবুল আলম খান।

সম্মানজনক এই পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে পিনু রহমান জানান, পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। পুরস্কার কাজের অনুপ্রেরণা দেয়। তবে আমার সবচেয়ে ভালোলাগার বিষয় হলো আন্তর্জাতিক এই মঞ্চে আমি বাংলাদেশকে তুলে ধরতে পেরেছি। আলোকচিত্রীদের বড় এই প্ল্যাটফর্মে আমি লাল-সবুজের পতাকাকে সবার সামনে আনতে পেরেছি— এর চেয়ে তৃপ্তিদায়ক আর কিছুই হতে পারে না।

এবিসিবি/এমআই

Translate »