Type to search

Lead Story রাজনীতি

কর্মীদের নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ

সারাদেশে কর্মীদের ওপর নির্যাতন ও গুলিবর্ষণের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ শুত্রুবার (২ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা বিক্ষোভ সমাবেশ করে।

নামাজের আগে থেকেই হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন। নামাজের পর বিক্ষোভে অংশ নেয় তারা। তবে ঘটনা ঘটেনি কোনো সংঘর্ষের।

বিক্ষোভ সমাবেশের বাইরে সড়কে আসা-যাওয়ার পথে সড়কে কোনো মিছিল বা অবস্থান করবে না বলে তারা আগে থেকেই জানানো হয়।

এদিকে মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া দৈনিক বাংলা মোড়, পল্টন মোড় ও এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয় সাজোয়া যান ও জলকামান।

কাকরাইল মোড়, প্রেসক্লাব, গুলিস্তান জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায়। শান্তিপূর্ণ বিক্ষোভের পর মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Translate »