Type to search

Lead Story আন্তর্জাতিক

করোনায় সংক্রমণ বাড়ায় বেইজিংয়ের চাওইয়াংয়ে গণপরীক্ষা শুরু

কোভিড রোগীর ঊর্ধ্বগতি দেখে চীনের রাজধানী বেইজিংয়ের কর্তৃপক্ষ তাদের একটি জেলায় গণপরীক্ষা কার্যক্রম শুরু করেছে। সপ্তাহান চাওইয়াং জেলায় ২৬ কোভিড রোগী শনাক্ত হয়েছে; বেইজিংয়ে সাম্প্রতিক প্রাদুর্ভাবে এটিই এখন পর্যন্ত শনাক্ত সর্বোচ্চ রোগী।

পর্যাপ্ত খাদ্য আছে—সরকারের এমন আশ্বাস সত্ত্বেও গণপরীক্ষার ঘোষণা আসার পরপরই বিভিন্ন সুপার মার্কেটের বাইরে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে পরিস্হিতি ধীরে ধীরে সাংহাইয়ের মতো হয়ে যায় কি না, এ নিয়েও চীনের রাজধানীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব সাংহাইয়ের আড়াই কোটির মতো মানুষকে গত কয়েক সপ্তাহ ধরে ঘরবন্দি থাকতে হচ্ছে।

চাওইয়াংয়ের রোগ প্রতিরোধ দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেইজিংয়ের সবচেয়ে জনবহুল জেলার ৩৫ লাখ বাসিন্দার সবাইকে মোট তিন দফা শনাক্তকরণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই বিজ্ঞপ্তি আসার পরপরই জেলাটির বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি করে সংগ্রহ করে রাখার লক্ষ্যে সুপার মার্কেটে ছুটে যান।

স্হানীয় গণমাধ্যমের ছবিতে সুপার মার্কেটের খালি তাক ও চেক-আউট কাউন্টারে ভিড় দেখা গেছে। পরিস্হিতি মোকাবিলায় বেইজিংয়ের গুরুত্বপূর্ণ সব সুপার মার্কেটই তাদের দোকান খোলা রাখার সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে। শাকসবজি, পোলট্রি ডিম, মাংসের মতো পণ্যের সরবাহ বাড়াতে কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছে গ্লোবাল টাইমস। চাওইয়াংয়ের গণপরীক্ষা কোথায় কোথায় বিধিনিষেধের মাত্রা বাড়াতে হবে সে বিষয়ক ধারণা দেবে বলে স্বাস্হ্য বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানায় চীনের এ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এবিসিবি/এমআই

Translate »