Type to search

Lead Story সারাদেশ

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ওই ইউনিয়নের পানখালী ভিলেজারপাড়ায় এ ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাহাড়ি এলাকার ভিলেজার পাড়ার সৈয়দ আলমের ছেলে শুক্কুর, আবদুর রহিম, জুবাইর, মেয়ে কহিনুর ও জাইনবা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ‘হ্নীলার পাহাড়ি এলাকায় ধসে পড়া পাহাড়ের মাটি চাপায় একই পরিবারের নারী-পুরুষসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বাকী সদস্যরাও। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী জানান, ‘ভারী বর্ষণে পাহাড় ধসে হ্নীলা ইউনিয়নে একই পরিবারের ৫ জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গত সোমবার দুপুর ১২টা হতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৩৩ মিলিমিটার। সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। আরও ২ থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঘটতে পারে পাহাড় ও ভূমি ধসের ঘটনাও।

Translate »