এবার হজ করতে পারবে ১৮ থেকে ৬০ বছর বয়সীরা
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রেক্ষাপটে ২০২১ সালে পবিত্র হজ পালনের জন্য হজ প্রটোকল ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এতে বলা হয়েছে কোভিড-১৯ কারণে চলতি বছর হজ শুধুমাত্র ১৮ থেকে ৬০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন।
প্রটোকল অনুসারে, হজে অংশগ্রহণকারীরা সৌদি আরবে অবতরণের কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদি আরবে অবতরণের ৭২ ঘণ্টা আগে করা করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সাথে রাখতে হবে।
একইসাথে সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের টানা ৭২ ঘণ্টা বাধ্যতামূলক থাকতে হবে কোয়ারেন্টাইনে এবং তাদের পুনরায় পিসিআর টেস্ট করা হবে এবং নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ান্টাইন সমাপ্ত হবে। এছাড়া প্রটোকলে হজ যাত্রীদের জন্য আরও কিছু শর্ত রয়েছে।