Type to search

Lead Story জাতীয় শিক্ষা

এইচএসসি ও সমমানের ফল আজ

পরীক্ষা পরীক্ষার্থী এসএসসি এইচএসসি-এবিসিবি নিউজ-abcb news

আজ রবিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা যে কোনো মোবাইল থেকে এসএমএস, শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট এবং স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে গত বছরের মতো এবারও সরাসরি ফলাফলের অনুলিপি গ্রহণ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই শিক্ষার্থীরা মাধ্যমে ফল জানতে পারবেন।

যে কোনো মোবাইল থেকে ফল জানতে HSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর স্পেস রোল স্পেস ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও ফল জানতে পারবে।

মহামারি কোভিড-১৯ কারণে গত বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের। বাকি বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল দেওয়া হবে। ২০২১ সালে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লক্ষ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

এবিসিবি/এমআই

Translate »