Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ সংকট নিয়ে যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে আমেরিকা কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসাথে তিনি রাশিয়াকে সতর্ক করে জানান, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।

ওভাল অফিসে সোমবার তিনি আরো বলেন, আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একইসঙ্গে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি।

বাইডেন জানান, আমরা সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।

এবিসিবি/এমআই

Translate »