ইউক্রেনের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রেসিডেন্ট বাইডেন

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে ইউক্রেনের ২ মন্ত্রী ও কিয়েভের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের মন্ত্রীদের সঙ্গে সরাসরি বাইডেনের এটি প্রথমবারের মতো বৈঠক। শনিবার (২৬ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কী রেজনিকোভ বাইডেনের সঙ্গে বৈঠক করতে বিরল এই সফর করেছেন। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতেই তাদের এই সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, সিটি সেন্টারের মারিওট হোটেলে এই বৈঠক আয়োজন করা হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
এবিসিবি/এমআই