আলোচনা ব্যর্থ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ

ফের আলোচনার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এই যুদ্ধ বন্ধের একমাত্র পন্থা হচ্ছে আলোচনা। রবিবার (২০ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে সিএনএনকে জেলেনস্কি বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, এর অর্থ হবে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর রবিবার পর্যন্ত টানা ২৫ দিনের মতো দেশ ২টির মধ্যে লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
এই সংঘাত বন্ধে এখন পর্যন্ত নানা বৈঠক ও আলোচনা হয়েছে। তবে কোনোটিই তেমন ফলপ্রসূ হয়নি।
এবিসিবি/এমআই