Type to search

Lead Story জাতীয়

আমেরিকার গণতন্ত্র সম্মেলন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আমেরিকার গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘কে দাওয়াত দিলো, না দিলো এগুলো বিষয় নয়। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের জনগণই গণতন্ত্র শেখাবে।’

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ‘দেশে একসময় গণতন্ত্র ছিলো না, এ দেশের মানুষই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামীতে এই গণতন্ত্রকে আরও পরিপক্বতা অর্জনের জন্য চেষ্টা করবো আমরাই। অন্য কেউ করতে পারবে না। আর যুক্তরাষ্ট্রে দেখলেনই তো গণতন্ত্রের নমুনা। সুতরাং আর কাদেরকে দাওয়াত দিয়েছে সেগুলো আর দেখছি না। কাকে দাওয়াত দেবে না দেবে সেটা তাদের দায়-দায়িত্ব।’

ড. এ কে আব্দুল মোমেন জানান, ‘সম্মেলন তো শত শত হয় বিশ্বজুড়ে। নতুন জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন খুব কষ্ট করে হোয়াইট হাউসে এসেছেন। যা ঝামেলা হয়েছিল, আপনারা জানেন না? এখনও ক্যাপিটালে (কেইস নিয়ে) ঝামেলা যাচ্ছে। এ রকম একটা পরিপক্ব গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা সেদিক থেকে ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের মানুষই শেখাবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা গত বহু বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র। সব দেশেই কিছু দুর্বলতা আছে। এ দুর্বলতাকে সামনে নিয়ে আমরা দিনে দিনে যাতে আরও ভালো করতে পারি, ঠিক করবো। অন্যের ফরমায়েশে ভালো হয় না। এইগুলো শুধু মুখে বললেই হবে না। এইজন্যে মানসিকতা প্রয়োজন। আমাদের দেশে আরও বাড়াতে হবে সহনশীলতা। এটার একটু অভাব পরিলক্ষিত হয়।’

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »