Type to search

Lead Story সারাদেশ

আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রির নামে প্রতারণা, আটক ৫

ফেসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে আসছিল একটি প্রতারক চক্র। এমনই ই-কমার্স (অনলাইন) প্রতারণা চক্রের দলনেতাসহ পাঁচ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলো মো. বাপ্পি হাসান (২৪), সোহাগ হোসেন (২২), মো. আরিফুল ওরফে হারিসুল (১৯), মো. বিপ্লব শেখ (২৫) ও নূর মোহাম্মদ (২৮)। এসময় তাদের থেকে বিপুল পরিমাণ ব্যবহার অযোগ্য ও অতি নিম্নমানের পুরাতন ছেড়া শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচসহ বিভিন্ন পণ্য-সামগ্রী জব্দ করা হয়।

আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ।

তিনি জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মো. বাপ্পি হাসান ও মো. আরিফুল ও হারিসুল স্বীকার করে যে, তারা ফেসবুকে পেইজ খুলে ভালো মানের পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশব্যাপী বিভিন্ন গ্রাহকের চাহিদা মোতাবেক অর্ডার নিয়ে নিম্নমানের ব্যবহারের অযোগ্য ও নষ্ট মালামাল সরবরাহ করে। তাদের কাছে থাকা কালো রংয়ের একটি ল্যাপটপের মাধ্যমে তারা ২১টি ওয়েব পেইজের মাধ্যমে ভালো মানের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিচ ও বিভিন্ন মূল্যবান পণ্য-সামগ্রীর অর্ডার নিয়ে তার অন্যান্য আসামিদের সহযোগিতায় ব্যবহারের অযোগ্য ও অতি নিম্ন মানের পুরাতন ছেড়া শাড়ি, থ্রি পিচ, লেহেঙ্গাসহ বিভিন্ন পণ্য-সামগ্রী এমএ পরিবহন এ্যালিফ্যান্ট রোড শাখার কন্ডিশনের মাধ্যমে বুকিং করে অনলাইনে প্রতারণায় টাকা আত্মসাৎ করে আসছে।’

এবিসিবি/এমআই

Translate »